চুনারুঘাটে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর উপ-পরিদর্শক মীরা রানী দেবীর নেতৃত্বে পরিচালিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে উবাহাটা গ্রাম থেকে মোঃ আলমগীর হোসাইন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে শিমুলতলা গ্রামের বাসিন্দা ও মোঃ ইদ্রিস মিয়ার পুত্র। অভিযানকালে তার কাছ থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ এর উপ-পরিদর্শক মীরা রানী দেবী বলেন যেখানে মাদক সেখানেই তাদের অভিযান পরিচালনা করা হবে। এক্ষেত্রে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।