আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচী।
গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচিতে অংশ নিয়েছেজাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ।
বৃ্হস্পতিবার (৮ মে) রাত ১০টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করে সাধারণ ছাত্র জনতা। একই সাথে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এসময় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের নানা রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলটির রাজনীতির ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়।
এদিকে রাত পেরিয়ে সকাল হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। তবে রাতের তুলনায় জনসমাগম কিছুটা কমেছে। আন্দোলন শুরুর ১২ ঘণ্টা পার হলেও প্রধান উপদেষ্টার সাড়া পাননি তারা।
শুক্রবার (৯ মে) বেলা ১০টা পর্যন্ত যমুনার সামনে দেখা যায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মুহুমুহু স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ফাঁকে ফাঁকে গান, হামদ ও কবিতা আবৃত্তিও চলছে।
কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে।