ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআরের আরও ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাটানো হয়েছে।

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক আদেশে সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ বলা হয়নি।
মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার।

উভয় আদেশ বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দাখিল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অন্যদিকে মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫-সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
৫ বার পড়া হয়েছে

এনবিআরের আরও ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাটানো হয়েছে।

আপডেট সময় ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক আদেশে সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ বলা হয়নি।
মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার।

উভয় আদেশ বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দাখিল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অন্যদিকে মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫-সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471