মাধবপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা পালিয়েছে স্বামী
হবিগঞ্জের মাধবপুরে চাঁদ রাতে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫) প্রায় ৫ বছর আগে প্রেম করে পাশের গ্রাম মীরনগরের মোহাম্মদ আলীর মেয়ে আঙ্গরা বেগম (২১) কে বিয়ে করে। বিয়ের পর তাদের কুলজুড়ে একটি একটি মেয়ে সন্তান। এরই মধ্যে নাজমুল মাদক পাচার চক্রের সদস্যদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং মাদকগ্রহণ ও পাচারকাজে জড়িয়ে পড়ে। চাঁদ রাতে নাজমুল আঙ্গুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বাইরে দিয়ে আটকিয়ে ভোরে শ্বশুর বাড়িতে আঙ্গুরা অসুস্থ খবর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈদের দিন সোমবার সকালে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
তিনি জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।