হবিগঞ্জের তামীম আরটিভি আয়োজিত আলোকিত কোরআন ২০২৫-এর চ্যাম্পিয়ন
পবিত্র রমজান উপলক্ষে আরটিভি আয়োজিত কোরআনের হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো আলোকিত কোরআন-২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। ফার্স্ট রানার-আপ হয়েছেন শরীয়তপুরের আসাদুল্লাহ আবীর। সেকেন্ড রানার-আপ হয়েছেন কুমিল্লার মো. আবু বকর সিদ্দীক। এ ছাড়া চতুর্থ হয়েছেন সাতক্ষীরার মুহা. আবু রায়হান হুসাইন এবং পঞ্চম হয়েছেন চট্টগ্রামের মো. আশিকুর রহমান।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে ১৫তম এ আয়োজনের গ্রান্ডফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় সম্প্রচার হয়।
অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, আজ আরটিভি পরিবারের জন্য একটি আনন্দঘন দিন, কারণ এখানে আজ সর্বকালের সেরা এবং সার্বজনীন মহাগ্রন্থ পবিত্র কোরআনের বাহক আলোকিত কোরআনের হাফেজরা উপস্থিত হয়েছেন। এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে- আন্তর্জাতিকমানের হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২৫’। এই প্রতিযোগিতা থেকে উঠে আসা হাফেজরা মিশর, আরব আমিরাতসহ আরব বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।