ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে ঈদ ঘরমুখী মানুষ

নিজস্ব সংবাদ :

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষ সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির বাড়তি চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২১ কিলোমিটার অংশের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের বাড়তি নজরদারির কারণে দূরপাল্লাসহ আঞ্চলিক বাসগুলো প্রতিটি স্ট্যান্ডে স্বল্প সময়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে করে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না।

অটোরিকশাচালক মহিউদ্দিন পরিবার নিয়ে যাবেন কুমিল্লায়। কথা হলে তিনি বলেন, ‘গাড়ির যথেষ্ট চাপ দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু যানজটের আশঙ্কা নেই, তাই মনে হচ্ছে দুই ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারব।’

মহাসড়কটি নিয়মিত ব্যবহারকারী যাত্রী ও চালকেরা জানান, একসময় ঈদযাত্রা ও যেকোনো ছুটির দিন মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতুর পশ্চিম অংশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকত। ২০১৬ সাল থেকে মহাসড়ক চার লেন হওয়ার কারণে এখন আর যানজট চোখে পড়ে না। সড়কে গাড়ির বাড়তি চাপ থাকলে সোনারগাঁও এলাকায় মেঘনা টোল প্লাজায় একটু যানজট দেখায় যায়।
এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা-পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে র‍্যাব সদস্যদের মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, ‘এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে আমরা দিবারাত্রি ডিউটি করে যাচ্ছি। আশা করছি যানজটের ভোগান্তি থেকে গ্রামমুখী মানুষকে মুক্ত করতে পারব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
৪ বার পড়া হয়েছে

সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে ঈদ ঘরমুখী মানুষ

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষ সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির বাড়তি চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২১ কিলোমিটার অংশের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের বাড়তি নজরদারির কারণে দূরপাল্লাসহ আঞ্চলিক বাসগুলো প্রতিটি স্ট্যান্ডে স্বল্প সময়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে করে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না।

অটোরিকশাচালক মহিউদ্দিন পরিবার নিয়ে যাবেন কুমিল্লায়। কথা হলে তিনি বলেন, ‘গাড়ির যথেষ্ট চাপ দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু যানজটের আশঙ্কা নেই, তাই মনে হচ্ছে দুই ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারব।’

মহাসড়কটি নিয়মিত ব্যবহারকারী যাত্রী ও চালকেরা জানান, একসময় ঈদযাত্রা ও যেকোনো ছুটির দিন মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতুর পশ্চিম অংশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকত। ২০১৬ সাল থেকে মহাসড়ক চার লেন হওয়ার কারণে এখন আর যানজট চোখে পড়ে না। সড়কে গাড়ির বাড়তি চাপ থাকলে সোনারগাঁও এলাকায় মেঘনা টোল প্লাজায় একটু যানজট দেখায় যায়।
এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা-পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে র‍্যাব সদস্যদের মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, ‘এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে আমরা দিবারাত্রি ডিউটি করে যাচ্ছি। আশা করছি যানজটের ভোগান্তি থেকে গ্রামমুখী মানুষকে মুক্ত করতে পারব।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5464