সমালোচনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া যা বললেন
ফারিয়া মনে করেন, জুলাইয়ের পর এখন অনেক পরিচালক-প্রযোজক তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কি না! যাঁরা সেনসেবল মানুষ, প্রতিভাকে মূল্যায়ন করেন, তাঁদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে যাঁরা সেফ জোনে থাকতে পছন্দ করেন, তাঁরা হয়তো মনে করতে পারেন, এই মুহূর্তে আমরা ফারিয়াকে নিয়ে কাজ করব না।’
লম্বা বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘জ্বীন থ্রি’ নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন এরই মধ্যে। মুক্তি পাবে রোজার ঈদে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে আছেন আব্দুন নূর সজল। জ্বীন থ্রি দিয়েই জাজ মাল্টিমিডিয়ায় সাত বছর পর ফিরেছেন ফারিয়া।
সমালোচনা ও পেশাগত জায়গায় সমস্যা সৃষ্টি হলেও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে কোনো অনুশোচনা নেই বলে জানালেন ফারিয়া। তাঁর মতে, একজন শিল্পীর জায়গা থেকে তিনি নিজের সেরাটা দিয়েই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফারিয়া বলেন, ‘আমার ক্যারিয়ারের পাঁচ বছর এ সিনেমায় ইনভেস্ট করেছি। এখন আমি যদি বলি অনুশোচনা হচ্ছে, তাহলে সেটা আমার পেশাকে অপমান করা হবে। এই সিনেমার কারণে যে বাজে সময়টা পার করেছি বা এখনো করছি, সেটা আমার জন্য লেখা ছিল। এটাকে মেনে নিয়ে যুদ্ধটা চালিয়ে যেতে হবে।’