রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা।
আজ ১৯ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ফলের দোকানসমূহে ক্রয়মূল্যের ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রয়মূল্যের সাথে পার্থক্য নিরূপণ করা হয়। ইফতারের দোকানসমূহে ব্যবহৃত তেলের মান পরিমাপক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয় এবং বহুল ব্যবহৃত পোড়া ও বাসি তেল বিনষ্ট করা হয়। বিক্রেতাদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ ন্যায্য ও যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করার পরামর্শ প্রদান করা হয়।
ইফতার প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মালিকদের বাসি ও পোড়া তেলে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার এবং পুরাতন পঁচা-বাসী খাবার বিনষ্ট করার পরামর্শ দেয়া হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোল্লা ইফতেখার আহমেদ। কার্যক্রম পরিচালনাকালে
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মিজানুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আসিফুর রহমান, ক্যাবের প্রতিনিধি জনাব নাসির উদ্দীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।