শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে তাঁকে হাতিবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা বাজারের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মেয়ে।
পুলিশ জানায়, রূপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আওয়ামী লীগ নেত্রী রূপালিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন।
ট্যাগস :