হবিগঞ্জ শহরের অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করা হয়।
আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতাল, এমএ মোতালেব চত্বর ও বাসটার্মিনাল এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা চা, ফল, ভেরাইটিজসহ বিভিন্ন অস্থায়ী দোকান যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ট্যাগস :