কুলাউড়ায় গরু চুরি, পিকআপসহ উদ্ধার।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গোয়ালঘর ভেঙে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হিংগাজিয়া গ্রামের বাসিন্দা আলমাস মিয়া গত ২১ জুলাই রাতে প্রতিদিনের মতো তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা চারটি গরু চুরি হয়ে গেছে।
পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ২২ জুলাই ভোরে উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে। চোর সন্দেহে স্থানীয়রা ধাওয়া করলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি এবং তাতে থাকা চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, ঘটনায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা রুজু হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।