শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার:আটক-১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক চারটায় খেজুরিছড়া র্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী ভিকটিম সোনালী তাঁতী (১৬), পিতা-পুরুষতম তাঁতী, সাং-কালীঘাট চা বাগান,৮নং কালীঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার বিদ্যালয় হইতে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌছিলে অভিযুক্ত শাকির মিয়া (২৬), পিতা-সামছু মিয়া, সাং-শংকরসেনা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ভিকটিমকে প্রলোভন দেখাইয়া অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত ঘটনার পর হইতে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতীকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস টিম। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে লক্ষ্যে ১ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত্রিবেলা এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন বনগাঁও এলাকা হতে শাকির মিয়াকে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিম সোনালী তাঁতীকে উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী (৫০), পিতা-মৃত উপানন্দ তাঁতী, সাং-কালীঘাট চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার বাদী হয়ে শ্রীমঙ্গল থানার মামলা নং-২, তারিখ- ০১ নভেম্বর, ২০২৫; ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ দায়ের করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান,গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাটানো হয়েছে।


















