সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে– হাসনাত
ঢাকা অফিসঃ
সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। সরকারপ্রধানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১১ জুলাই) যশোরে জুলাই অভ্যুত্থানে আহ’ত ও নিহ’তদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তিনি এ কথা বলেন।
পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার-সংস্কার ও জুলাই সনদের দায়িত্বও দেয়া হয়েছে। এসময় দলটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, যে সংবিধান ছাত্রজনতার ওপর নির্বিচারে গু*লি ঠেকাতে পারে নি তা পরিবর্তন আবশ্যক।
ট্যাগস :