চুনারুঘাটের আব্দুর রহমান তরফদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে ।
বৃহষ্পতিবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ রফিকুল হকের সাক্ষরিত এক পত্রে তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচের ছাত্র। তার পিতা মরহুমা আব্দুর রউফ তরফদার।
অবসরপ্রাপ্ত পোস্ট মাষ্টার ছিলেন।
তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
অভিন্ন মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশ ও জাতির সেবায় তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে সচিব পদে পদোন্নতি প্রদান করেছে।
ট্যাগস :