মৌলভীবাজারে দুই মন্দিরের চুরির ঘটনায় আটক ৬, মালামাল উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় দুটি মন্দিরের চুরির রহস্য উদদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাইক্রের ৬সদস্যকে আটক এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সাংবাদিকদের জানায়, গত ১২ জুন রাত থেকে ১৩ জুন ভোরের মধ্যে পাখিয়াালা এলাকায় শ্রী শ্রী উদ্ভব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাত থেকে ২৭ জুন ভোরের মধ্যে দক্ষিনভাগ সার্বজনীন দেবস্থলী মন্দির থেকে বিভিন্ন ধরণের পিতল-কাসার পূজার সামগ্রী চুরি হয়। এসব চুরির ঘটনায় বড়লেখা থানায় পৃথক মামলা (মামলা নং-০৭ ও ১৮) দায়ের করা হলে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।
পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের অফিসারের দিকনির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে রুহেল আহমদ (৩০) নামের একজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে আবু তায়েব আহমদ সাজু (২৮), নুর হোসন (৪০), জাকির হোসেন (৩১), মো. আলাল মিয়া (৩৮) ও শাহ আলী (৪২)-কে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বড়লেখার মাধবগুল এলাকার শাহ আলীর ভাঙারির দোকান থেকে এবং অন্য আসামীদের বসতবাড়ি থেকে চুরি করা মন্দিরের মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।