কুলাউড়ায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে সুলতানা রহমান।
কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা পেশার সমাপ্তি হলো শিক্ষক সুলতানা রহমানের। ১৯৮৬ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করা কর্মময় জীবনের ইতি টানলেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে। কুলাউড়া পৌরসভার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানারহমানের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে রবিবার (২৯ জুন) বিদ্যালয়ে নানা আয়োজন করা হয়। এসময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে প্রাক্তণ শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী শিক্ষক সুলতানা রহমানকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেন।