কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা ও এক দায়বদ্ধ উচ্চারণ
ঢাকা অফিসঃ
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “ব্রিটিশদের কেরানি বানানো শিক্ষা থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ।”
আজ রাজধানীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এক পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বক্তব্যটি যেমন বাস্তবতার এক নির্মম স্বীকারোক্তি, তেমনি প্রশ্নও জাগায়- আপনি তো এখন দায়িত্বে আছেন, ডা. পোদ্দার! এই ব্যবস্থাকে পাল্টানোর চাবিকাঠি তো আপনার হাতেই।
আমরা বারবার শুনি শিক্ষাব্যবস্থা বদলাতে হবে, চিন্তাভাবনার পরিবর্তন দরকার, ‘স্কিলভিত্তিক শিক্ষা’ দরকার। কিন্তু কবে? কে করবে? কখন? কেবল প্রকল্প চালু আর শেষ করার খবরে কি বদল আসে? বক্তৃতা দিলে কি শিক্ষার চেহারা পাল্টায়?
যদি সত্যিই ‘কেরানি তৈরির শিক্ষা’ থেকে বেরিয়ে আসার স্বপ্ন থাকে, তাহলে প্রয়োজন সাহসী নীতিগত সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা।