ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের ইট বিক্রির অভিযোগ।

নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ পেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। ইতোমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম মাহজুবা উম্মে লাবনী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের আঁধারে গোপনে ইট সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে তারা দুটি ইটবোঝাই ট্রলি আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের অনুমোদন পেলে পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। ভাঙা ভবনের ইট ও অন্যান্য সামগ্রী মাঠে স্তূপ করে রাখা ছিল। গত ২০ জুন রাতে তারা দেখতে পান, কয়েকজন ব্যক্তি ট্রলিতে করে ইট তুলে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান সুরুজ ঢাকা পোস্টকে বলেন, মাঝরাতে দেখি স্কুলের মাঠ থেকে ট্রলিতে করে ইট নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ট্রলি আটক করে পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে ইটগুলো মাঠে নামিয়ে রাখা হয়।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষিকা সরকারি অনুমতি ছাড়াই সরকারি সম্পদ বিক্রির চেষ্টা করেছেন, যা আত্মসাতের শামিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুন্ন করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
২৬ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের ইট বিক্রির অভিযোগ।

আপডেট সময় ০৭:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ পেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও। ইতোমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম মাহজুবা উম্মে লাবনী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের আঁধারে গোপনে ইট সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে তারা দুটি ইটবোঝাই ট্রলি আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের অনুমোদন পেলে পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। ভাঙা ভবনের ইট ও অন্যান্য সামগ্রী মাঠে স্তূপ করে রাখা ছিল। গত ২০ জুন রাতে তারা দেখতে পান, কয়েকজন ব্যক্তি ট্রলিতে করে ইট তুলে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান সুরুজ ঢাকা পোস্টকে বলেন, মাঝরাতে দেখি স্কুলের মাঠ থেকে ট্রলিতে করে ইট নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ট্রলি আটক করে পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে ইটগুলো মাঠে নামিয়ে রাখা হয়।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষিকা সরকারি অনুমতি ছাড়াই সরকারি সম্পদ বিক্রির চেষ্টা করেছেন, যা আত্মসাতের শামিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুন্ন করছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471