মৌলভীবাজারে ১দিনে আওয়ামীলীগের ৯ নেতাকর্মী আটক
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন— ছাত্রলীগকর্মী তোফায়েল হোসেন বাবলু, কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন আহমদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমির হামজা, বড়লেখা শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, ছাত্রলীগকর্মী মো. মাহমুদ হাসান, শ্রমিক লীগ নেতা আল আমিন এবং যুবলীগ নেতা মো. সোহেল মিয়া।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















