” হবিগঞ্জ জেলায় সার্বজনীন দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে পুলিশ সুপারের পরিদর্শন”
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজা পরিদর্শন করেন পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়। এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্য দম্পতির কন্যা উৎসা চক্রবর্তী। ৬ বছর ৮ মাস ১৯ দিন বয়সী কুমারীর শাস্ত্রীয় নাম দেওয়া হয় মালিনী কুমরী।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ ব্যাপারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (এসবি), সাইবার মনিটরিং টিমসহ জেলা পুলিশ সর্বদা কাজ করছে।
ট্যাগস :











