বেতন ও গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেতন ও গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব দিয়েছে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করার। পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বেতন এক ধাপ করে বাড়ানোর সুপারিশ করা হবে।
সম্প্রতি আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হলে সহকারী শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বর্তমানে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার একই গ্রেডে থাকায় প্রশাসনিক জটিলতাও তৈরি হয়েছে। এছাড়া সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে তিন ধাপ বেতন পার্থক্য হওয়ায় অনেকেই এটিকে বৈষম্য বলে মনে করছেন।
নতুন প্রস্তাবে শিক্ষকরা ১১তম গ্রেডে (১২,৫০০ টাকা স্কেল), সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ৯ম গ্রেডে (২২,০০০ টাকা), উপজেলা শিক্ষা কর্মকর্তা ৮ম গ্রেডে (২৩,০০০ টাকা), জেলা শিক্ষা কর্মকর্তা ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ টাকা) এবং বিভাগীয় উপপরিচালকরা ৪র্থ গ্রেডে (৫০,০০০ টাকা) বেতন পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে।