ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

 

৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনও দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডা. জুবায়দা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমি মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনৈতি করি, তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি।

তিনি আরও বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি। গতবছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনও দলের পক্ষে সম্ভব ছিলো না। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন বলেই আন্দোলনে সফল হয়েছে। বাংলাদেশ স্বৈ*রাচার মুক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনও দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডা. জুবায়দা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমি মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনৈতি করি, তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি।

তিনি আরও বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি। গতবছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনও দলের পক্ষে সম্ভব ছিলো না। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন বলেই আন্দোলনে সফল হয়েছে। বাংলাদেশ স্বৈ*রাচার মুক্ত হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471