ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ ওহির মায়ের লা*শ ডিএনএ পরীক্ষায় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্ব*স্তের ঘটনায় নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লা*শ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রিয়ার লা*শটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

নিহ’ত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রিয়ার ছেলে ওহি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রিয়া প্রতিদিন ছেলেকে স্কুলে নেওয়া-আসা করতেন। সোমবারও ওহিকে স্কুলের শ্রেণিকক্ষে দিয়ে অভিভাবক কক্ষে বসেছিলেন। একপর্যায়ে ছেলে ক্লাশরুম থেকে বের হলে প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যান। এ সময় স্কুলের ভবনে বিমান বিধ্ব*স্ত হয়। এতে অনেকে হ’তাহ’ত হয়। অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে অনেক ছোটাছুটি করতে থাকেন। ওহিকে পাওয়া গেলেও তার মা ঘটনার পর থেকেই নিখোঁজ হন। পরে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ এ রক্ষিত লা*শ ও দে’হাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। এসব নমুনা বিশ্লেষণ করে মোট ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর হতে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি লা*শের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত লা*শের মধ্যে ওহির মা প্রিয়ার লা*শ রয়েছে।

নিহ’ত প্রিয়ার স্বামী ওহাব মৃধার ভাই দুলাল মৃধা তার ভাবি প্রিয়ার লা*শ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৭ বার পড়া হয়েছে

নিখোঁজ ওহির মায়ের লা*শ ডিএনএ পরীক্ষায় শনাক্ত

আপডেট সময় ০৮:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্ব*স্তের ঘটনায় নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লা*শ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রিয়ার লা*শটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

নিহ’ত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রিয়ার ছেলে ওহি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রিয়া প্রতিদিন ছেলেকে স্কুলে নেওয়া-আসা করতেন। সোমবারও ওহিকে স্কুলের শ্রেণিকক্ষে দিয়ে অভিভাবক কক্ষে বসেছিলেন। একপর্যায়ে ছেলে ক্লাশরুম থেকে বের হলে প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যান। এ সময় স্কুলের ভবনে বিমান বিধ্ব*স্ত হয়। এতে অনেকে হ’তাহ’ত হয়। অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে অনেক ছোটাছুটি করতে থাকেন। ওহিকে পাওয়া গেলেও তার মা ঘটনার পর থেকেই নিখোঁজ হন। পরে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ এ রক্ষিত লা*শ ও দে’হাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। এসব নমুনা বিশ্লেষণ করে মোট ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর হতে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি লা*শের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত লা*শের মধ্যে ওহির মা প্রিয়ার লা*শ রয়েছে।

নিহ’ত প্রিয়ার স্বামী ওহাব মৃধার ভাই দুলাল মৃধা তার ভাবি প্রিয়ার লা*শ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471