মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ পেয়েছেন সুদীপ্ত শেখর ভট্টাচার্য
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে শুক্রবার (২০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন।
সুদীপ্ত শেখর ভট্টাচার্য কুলাউড়া থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে তদন্ত কার্যক্রমে গতি আসে এবং একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমন কার্যক্রমে অগ্রগতি হয়। তিনি এর আগেও জেলা ও বিভাগের বিভিন্ন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
ট্যাগস :