শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-০২
আজ বুধবার (২৩ এপ্রিল) ২০২৫ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই/মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ শরাফত আলী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর ১০৫/১২ (শ্রীঃ) এর ০১ (এক) বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ হান্নান মিয়া, পিতা-ময়না মিয়া, সাং-ষাড়েরগজ পুরানগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ২১৬/২৪ (শ্রীঃ) ও জিআর ২৪৩/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ২। মোঃ মাসুদ মিয়া: মোজা, পিতা-নুরুল ইসলাম, মাতা-মৃত সোনালী বেগম, সাং-সুনগইড়, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
ট্যাগস :