ভিনির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল
দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোল জিতল ব্রাজিল।
প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনহার পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। তারপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৯৯ তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।
ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর বাছাইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক লাফে আপাতত উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও চার হারে তাদের পয়েন্ট ২১। বাছাইয়ে বাজে শুরু করা দলটি সম্প্রতি ছন্দের দেখা পাচ্ছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা রয়েছে অপরাজিত।