হবিগঞ্জের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলী হওয়ায় সিলেট রেঞ্জ পুলিশ এর পক্ষ থেকে
সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুর ১৩:৩০ ঘটিকায় সিলেটের ডিআইজি অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিদায়ী অতিথিকে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী অতিথিসহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারূল হক, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিঃ ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার, আরআরএফ, সিলেট, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার, সিলেট, জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট, জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট ও জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট।
উল্লেখ্য যে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে আগামী সপ্তাহে যোগদান করবেন। তিনি জুনাই আগষ্টের আন্দোলনের পর হবিগঞ্জে যোগদান করে আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।










