ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

নিজস্ব সংবাদ :

গত ১২ ঘন্টায় ৫৫ বিজিবি চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি,
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রতিবারের মতো এবারও সফলতার স্বাক্ষর রেখেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় ১৬টি বিওপি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ প্রেক্ষিতে গত ১২ ঘণ্টার ব্যবধানে সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি টহলদল কর্তৃক পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৩১,৮৮,০২০/- (এক কোটি একত্রিশ লক্ষ আষ্টআশি হাজার বিশ) টাকা মূল্য মানের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ভিটামিন ঔষধ, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল এবং ০১টি ট্রাক আটক করতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আজ ২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ০৪ টি পৃথক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য এই সাফল্য অর্জিত হয়।

সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্ত এলাকা হতে আনুমানিক ০৫ (পাঁচ) কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা জন্য কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে দেখতে পেলে টহলদল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমা এবং বর্ণিত ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ০৩ টি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার নিমিত্তে বিজিবি কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল, ট্রাক এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
৭ বার পড়া হয়েছে

১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গত ১২ ঘন্টায় ৫৫ বিজিবি চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ভিটামিন এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি,
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রতিবারের মতো এবারও সফলতার স্বাক্ষর রেখেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় ১৬টি বিওপি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ প্রেক্ষিতে গত ১২ ঘণ্টার ব্যবধানে সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি টহলদল কর্তৃক পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৩১,৮৮,০২০/- (এক কোটি একত্রিশ লক্ষ আষ্টআশি হাজার বিশ) টাকা মূল্য মানের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ভিটামিন ঔষধ, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল এবং ০১টি ট্রাক আটক করতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আজ ২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ০৪ টি পৃথক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য এই সাফল্য অর্জিত হয়।

সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্ত এলাকা হতে আনুমানিক ০৫ (পাঁচ) কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা জন্য কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে দেখতে পেলে টহলদল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমা এবং বর্ণিত ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এছাড়াও, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ০৩ টি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার নিমিত্তে বিজিবি কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল, ট্রাক এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471