১০ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর পালিয়ে ছিলেন চুনারুঘাটের কাজল।
১০ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর পালিয়ে ছিলেন; কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়তে হলো পুলিশের হাতে।
জানা যায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের একঢালা গ্রামের কনা মিয়ার ছেলে কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে সিলেট বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলা হয়; কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। ওই মামলায় ২০২১ সালে কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেন সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।
মামলার পর থেকে ১৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাজল। রোববার দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার বিকালে আদালতের মাধ্যমে কাজলকে কারাগারে পাঠানো হয়।
তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, গ্রেফতার কাজল সিলেট বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন; কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।