চুনারুঘাটে ২৩ জন শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি।
দায়িত্বে অবহেলার কারণে চুনারুঘাট সরকারি কলেজে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় দায়িত্বরত ২৩ জন শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।
আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় পরীক্ষার কেন্দ্র সচিব প্রিন্সপাল একে আফসার আহামদ তালুকদার তাদের অব্যাহতি প্রদান করেন।
জানা যায়, চুনারুঘাটের হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার শিক্ষার্থীদের চুনারুঘাট সরকারি কলেজের ভেন্যুতে পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবে করেন নি।
ওই সময় কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষায় অনিয়ম দেখে কেন্দ্র সচিবকে বিষয় টি অবগত করেন। পরে কেন্দ্র সচিব ২৩ জন অভিযুক্ত শিক্ষক কে চুনারুঘাট সরকারি কলেজে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া জানান, পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে তাঁদের অব্যাহতি দেয়া হয়েছে। তাদের জায়গায় নতুন করে দায়িত্ব ২৩ জন শিক্ষকে দায়িত্ব পালনের জন্য দেয়া হয়েছে।