ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলার হামজা জামালরাও
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।