ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে মাটি খেকোরা বেপরোয়া  এবার শুরু  নদী থেকে  মাটি কাটার মহোৎসব । 

আজমিরীগঞ্জ  প্রতিনিধিঃ

 

আজমিরীগঞ্জ  উপজেলা জুড়ে চলছে ফসলি জমির মাটি কাটার ধুম। এবার মাটিকোরদের চোখ পড়েছে এবার উপজেলার  শুকনো  নদীর  উপর কোথাও দিনে আবার কোথাও রাতে।  মাটি কাটার এই মহোৎসবে মেতেছেন মাটি খেকোরের দল। অনুসন্ধানে জানা গেছে, অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা স্থানীয় প্রভাব কাটিয়ে । এই চক্রটি দীর্ঘদিন ধরে নদীতে ভেকু দিয়ে  ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে। ক্রমাগত মাটি কাটার ফলে  আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে আশেপাশের ফসলি জমিগুলো। এছাড়াও মাটি বহন করা ট্রাকের চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বৃষ্টির মৌসুম হলেই  দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর। এতেই  থেমে থাকেনি মাটি খেকোরদের দল এবার চোখ পড়েছে উপজেলা শুকনো নদীর  উপর।

আজমিরীগঞ্জ উপজেলার  ভিতর দিয়ে  বয়ে গেছে কুশিয়ারা নদীর উপ শাখা  নদী টি খননের অভাবে শুকিয়ে যাওয়ায়, মাটি খেকোরা বেপরোয়া হয়ে নদী থেকে অবাধে মাটি চুরি হচ্ছে।  নদীর থেকে  প্রভাবশালীরা অবাধে কেটে নিচ্ছে কোটি কোটি টাকার মাটি। প্রতিদিন ডায়না গাড়ি  করে মাটি বিক্রি করে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার জলসুখা ইউনিয়নে  চৌধুরী  হাঁটির পাশে  কুশিয়ারা নদীর থেকে  মাটিখেকোর দলেরা অবাদে  মাটি নিয়ে  বিক্রি করছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  নিবিড় রঞ্জন তালুকদার এর সঙ্গে মুঠোফোন  আলাপ করলে তিনি জানান  উপজেলার  বিভিন্ন  জায়গায় ফসলি জমি কাটা কথা শুনলে এলাকার ইউনিয়ন পরিষদের সচিব ও এবং তহসিলদারের মাধ্যমে  কাজ গুলি বন্ধ  করার চেষ্টা করি। জলসুখা নদী থেকে মাটি নেওয়ার অভিযোগ  পেয়ে লোক পটিয়ে মাটি নেয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়ছে ওদেরকে নিয়ে তহসিলদার  আগামীকাল রবিবার কথা বলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
৪ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে মাটি খেকোরা বেপরোয়া  এবার শুরু  নদী থেকে  মাটি কাটার মহোৎসব । 

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

আজমিরীগঞ্জ  উপজেলা জুড়ে চলছে ফসলি জমির মাটি কাটার ধুম। এবার মাটিকোরদের চোখ পড়েছে এবার উপজেলার  শুকনো  নদীর  উপর কোথাও দিনে আবার কোথাও রাতে।  মাটি কাটার এই মহোৎসবে মেতেছেন মাটি খেকোরের দল। অনুসন্ধানে জানা গেছে, অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা স্থানীয় প্রভাব কাটিয়ে । এই চক্রটি দীর্ঘদিন ধরে নদীতে ভেকু দিয়ে  ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে। ক্রমাগত মাটি কাটার ফলে  আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে আশেপাশের ফসলি জমিগুলো। এছাড়াও মাটি বহন করা ট্রাকের চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বৃষ্টির মৌসুম হলেই  দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর। এতেই  থেমে থাকেনি মাটি খেকোরদের দল এবার চোখ পড়েছে উপজেলা শুকনো নদীর  উপর।

আজমিরীগঞ্জ উপজেলার  ভিতর দিয়ে  বয়ে গেছে কুশিয়ারা নদীর উপ শাখা  নদী টি খননের অভাবে শুকিয়ে যাওয়ায়, মাটি খেকোরা বেপরোয়া হয়ে নদী থেকে অবাধে মাটি চুরি হচ্ছে।  নদীর থেকে  প্রভাবশালীরা অবাধে কেটে নিচ্ছে কোটি কোটি টাকার মাটি। প্রতিদিন ডায়না গাড়ি  করে মাটি বিক্রি করে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার জলসুখা ইউনিয়নে  চৌধুরী  হাঁটির পাশে  কুশিয়ারা নদীর থেকে  মাটিখেকোর দলেরা অবাদে  মাটি নিয়ে  বিক্রি করছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  নিবিড় রঞ্জন তালুকদার এর সঙ্গে মুঠোফোন  আলাপ করলে তিনি জানান  উপজেলার  বিভিন্ন  জায়গায় ফসলি জমি কাটা কথা শুনলে এলাকার ইউনিয়ন পরিষদের সচিব ও এবং তহসিলদারের মাধ্যমে  কাজ গুলি বন্ধ  করার চেষ্টা করি। জলসুখা নদী থেকে মাটি নেওয়ার অভিযোগ  পেয়ে লোক পটিয়ে মাটি নেয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়ছে ওদেরকে নিয়ে তহসিলদার  আগামীকাল রবিবার কথা বলবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5464