ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় মামলা।৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু

কাজী মাহমুদুল হক সুজন:

 

চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় দাযের করা মামলায় ৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। রবিবার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন প্রতিনিধি নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিযা,তার পুত্র বকুল,মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন।

শুনানীকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন,বাদি মামলা না করলেও আদালত স্বপ্রনোদিত হয়ে আজ (রবিবার)মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবিদের জানান। বাদি পক্ষে এডঃ শাহ ফকরুজ্জামানসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন। প্রসঙ্গত
গত ১৩ মার্চ চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে।
এ নিয়ে আজকের পত্রিকার নিউজও প্রকাশিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
৪ বার পড়া হয়েছে

চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় মামলা।৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু

আপডেট সময় ০৯:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় দাযের করা মামলায় ৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। রবিবার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন প্রতিনিধি নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিযা,তার পুত্র বকুল,মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন।

শুনানীকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন,বাদি মামলা না করলেও আদালত স্বপ্রনোদিত হয়ে আজ (রবিবার)মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবিদের জানান। বাদি পক্ষে এডঃ শাহ ফকরুজ্জামানসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন। প্রসঙ্গত
গত ১৩ মার্চ চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে।
এ নিয়ে আজকের পত্রিকার নিউজও প্রকাশিত হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5464