চুনারুঘাটে সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে “সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষন) মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান,
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম।
প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, ব্যবস্থাপনা কৌশল এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে সেবার মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, হবিগঞ্জ ও উপজেলা প্রশাসন, চুনারুঘাট। প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















