চুনারুঘাট আগুনে নিঃস্ব করে দিল দুই ভাইকে। গোয়ালঘরসহ ৩০ টি গবাদিপশু পুড়ে ছাই।
চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে একটি গোহালঘরে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি।
সংবাদকর্মী কাজী সুজন জানান
বুধবার মধরাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুই সহোদরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী একটি গোহালঘর ভাগাভাগি করে গবাদিপশু পালন করতেন। মধ্যরাতে ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২ ঘন্টা পর ঘরের মালিক কদর আলীর ঘুম ভাঙ্গলে দেখতে পার গোয়াল ঘনে আগুন। তার সুরচিৎকারে
এলকার লোকজন ও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গোহালঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়।
এই ঘটনায় কদ্দুছের ৫টি বড় গরু, ৩টি ছাগল ও ৬টি হাঁস এবং তার ভাই কদর আলীর ৬টি গরু, ৭টি ছাগল, ৩টি হাঁস ও ৮টি মুরগি পুড়ে মারা যায়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “ঘটনাটি জানার পরই আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির জন্য জরুরি সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।”