ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে তিন দিনব্যাপী “ফল মেলার” উদ্বোধন।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

 

কৃষিই সমৃদ্ধি- “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা- ২০২৫। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে একযোগে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় হরেক রকমের ফল প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর প্রাঙ্গণে ফলের মেলার উদ্বোধন করা হয়। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিন মিয়া । এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফল মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষের বিষয়ে কৃষকদের উৎসাহিত ও পাশাপাশি পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদা’ই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। মেলায় ফল প্রদর্শনী ছাড়াও এ মেলার স্টলে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
১৭ বার পড়া হয়েছে

চুনারুঘাটে তিন দিনব্যাপী “ফল মেলার” উদ্বোধন।

আপডেট সময় ০৮:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 

কৃষিই সমৃদ্ধি- “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা- ২০২৫। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে একযোগে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় হরেক রকমের ফল প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর প্রাঙ্গণে ফলের মেলার উদ্বোধন করা হয়। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিন মিয়া । এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফল মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষের বিষয়ে কৃষকদের উৎসাহিত ও পাশাপাশি পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদা’ই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। মেলায় ফল প্রদর্শনী ছাড়াও এ মেলার স্টলে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471