চুনারুঘাটে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও মানববন্ধন
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান ও চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে দুপুর ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভার সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা কাদির সরকার দৈনিক ইত্তাফাকের চুনারুঘাট প্রতিনিধি মো. কামরুল হোসেন, রুপালি বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু,দেওরগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল খান, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার, মারাজ মিয়া,সমকাল প্রতিনিধি নুর উদ্দিন সুমন, চুনারুঘাট পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাওছার খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মাহির, সেচ্ছাসেবক দল নেতা জিসান সরকার, চুনারুঘাট কলেজ ছাত্রদল নেতা জামশেদ রাসেল, কামরুল ইসলাম, রাসেল মিয়া, তুহিন মিয়া, সাইফুল, রাজিন আহমেদ, পাবেল আহমেদ, তোফায়েল, তাহসিন, প্রিয়ন্ত, মাহদি আহমেদ সহ আরও অনেকেই।
বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলেও জানান তারা।